Posts

গল্প

সেই নারী

June 2, 2025

Mehedi Musa

Translated by Mehedi Musa

60
View

একদিন আমার মায়ের সাথে আমি হাসপাতাল যাচ্ছিলাম। কারণ আম্মু হাসপাতাল একাকীতে পারবে না একটু দূরে বলে। তাই আমিও সাথে চাচ্ছিলাম। কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিটের মতো পৌঁছে গেলাম হাসপাতালে মেইন দরজায়, তখন দেখলাম একটি সুন্দর মহিলা যার চুল সোনালী রং করা এবং গোলাপি রঙের থ্রি-পিস এবং দুই হাত জড়িয়ে রেখেছে একটি সুন্দর সাদা রংয়ের বিদেশী বিড়াল। দেখেই মনে হচ্ছিল মহিলাটি অনেক ধনী পরিবারের মেয়ে কিন্তু মহিলার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে অনেক রেগে আছে অদ্ভুদভাবে মুখ গোমড়া করে রেখেছিল। আমি সেই দিকে মনোযোগ না দিয়ে আম্মুর সাথে হাসপাতালে প্রবেশ করলাম কিছুক্ষণ পর ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে দেখলাম। মহিলাটি একটু দূরে ফার্মেসির বাইরে দাঁড়িয়ে দুটি ছেলের সাথে কথা বলছে তাও কান্না করতে করতে ,আমি একটু অবাক হলাম। ভেবেছিলাম একটু জিজ্ঞাসা বাদ করব কিন্তু করতে পারিনি আম্মুর সাথে চলে গেলাম বাড়িতে। 

কিন্তু আজও ভাবতে থাকি যে মহিলাটি কেন লেগেছিল এবং পরবর্তী কান্না করছিল আজও রহস্য থেকে গেল এই কাহিনীর রহস্য আমার কাছে। 

Comments

    Please login to post comment. Login

  • Mehedi Musa 6 months ago

    এই ঘটনা ছিল আমার কাছে অসাধারণ।