Posts

গল্প

স্বপ্ন ছিল তাকে পাওয়ার...!!!

June 2, 2025

Md parves islam

86
View

সেদিন ও দুপুর গড়িয়ে বিকাল হলো, ক্ষুধার্ত পাখিগুলো ও ভরাপেঁটে বাসার দিকে যাত্রা করল,দিনের উজ্জল আভা কালো অমানিসার মধ্যে বিলীন হতে লাগল, সবকিছু নিয়ম করে হচ্ছিল, শুধু আমার জিবনের নিয়মটা কেন যেন বেকে বসল।রোজকার মতো কেউ আর বলে না তুুমি কোথায়, কেমন আছ,।ঘটনা শুরু ২০২৩ সালের স্বল্প শিতের মাসে।, কোনো এক অজানা সূ্ত্রে তার সাথে পরিচয়।,প্রথম দেখায় যেন নিজের পছন্দের কুঠুরিতে আলো জ্বলে উঠল,যেমন তার রুপ, যেমন তার কণ্ঠের স্বর, একথায় বলতে রাজার কন্যাও তার কাছে হার মানবে।এভাবে সম্পর্কের ২ টা বছর হয়ে গেল, শত শত সুন্দর মূহুর্ত, শত শত স্বপ্ন নিয়ে আমাদের পথচলা।কিন্তু হাজারও স্বপ্নের মধ্যে কখন যে কালবৈশাখির ঝড় নেমে আসল, বুঝতেই পারলাম না। কেমন করে যেন নিজের সকল স্বপ্ন কালবৈশাখীর ঝড়ে ভেঙে চূরে চূরমানহয়ে গেল,। যে মানুসটাকে নিয়া এতদিন স্বপ্ন দেখতাম আসলে সে মানুষটা অন্য কাউকে চাইত,। নিজের পরিবার তার পরিবার সকলের বিপক্ষে তখনই উদ্দমভাবে লড়াইকরা যায় যখন সে পাশে থাকে। স্বপ্ন গুলো আর পূরণ হলো না..... 

গল্পটি হাজার  ও ছেলে ও মেয়ের জিবনের সাথে বাস্তব, যেখানে সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে প্রিয়জন পাওয়ার আক্ষেপ হতাশা াা অপেক্ষা, কিন্তু মানুষ গুলা আর আসবে না, তাই সবারই স্বপ্ন ছিল তাকে ছোয়ার....... 🤕

Comments

    Please login to post comment. Login