Posts

কবিতা

রিদয় মাঝে বৃষ্টি ছিলো কাল

June 2, 2025

Rasel Ahmed Rony

55
View

রিদয় মাঝে বৃষ্টি ছিলো কাল

• রিদয় মাঝে বৃষ্টি ছিলো কাল,
ভিজে ছিলো স্মৃতির পাতায় ধূসর জল।
অজস্র বেদনার কুয়াশা ঘেরা সকাল,
একাকীত্বের ডাকে কেঁপেছিলো মন।

আকাশ তখন ছিলো উদাস মেঘে,
মনে মনে ডাকছিলো হারানো প্রেম।
পথের ধারে জমে থাকা ধুলো,
শুকনো পাতার মতো ঝরে পড়ছিলো ক্লান্তি।

তোমার কথা ভেবে ভিজেছিলো চোখ,
অভিমান আর মায়ার খেলা চলছিলো একসাথে।
নরম বাতাস ছুঁয়ে দিতো স্মৃতির পরশ,
ভিজে উঠতো হৃদয়ের গোপন আকাশ।

বৃষ্টির শব্দে কাঁপতো জানালার কপাট,
মনের ভিতর জমতো চুপিসারে শতশত কথার পাত।
যেন অজানা কোনো নদী বয়ে যেতো বুকের ভিতর,
প্রতিটি ঢেউয়ে বাজতো তোমার নাম।

সেই বিকেল ছিলো অলস আর মেঘলা,
ভেসে আসতো কিশোরী বৃষ্টির কোলাহল।
বুকের মাঝে জমতো শ্রাবণ দিনের গন্ধ,
পুরনো দিনগুলো ফিরে আসতো দৌড়ে।

ভেজা মাটির গন্ধে মিশে থাকতো প্রেম,
ভিজে যেতো মন, ভিজে যেতো দেহ।
তোমার ছোঁয়া পেতে চাইতাম বারবার,
প্রিয় নামটা জপতাম নিরবতা ভারে।

মাঝে মাঝে মনে হতো তুমি আছো,
এই বৃষ্টিতে, এই বাতাসে, এই আকাশে।
তোমার নামের মতোই মৃদু নরম শব্দে,
বলে যাচ্ছো কিছু না বলা কথা।

পথের ধারে দাঁড়িয়ে থাকতাম একা,
পাখিদের ডানায় ভেসে যেতো বৃষ্টির ছোঁয়া।
চোখের সামনে ভাসতো সেই পুরনো মুখ,
মনের ভিতর বাজতো অভিমানী সুর।

প্রতিটি ফোঁটায় জমতো দুঃখের গান,
ভিজে উঠতো হৃদয়ের ছেঁড়া ডায়েরি।
সেখানে লেখা ছিলো নাম, ছিলো গল্প,
ছিলো অপূর্ণ প্রেমের গল্পের শেষপাতা।

Comments

    Please login to post comment. Login