Posts

চিন্তা

ফিলিস্তিনের যুদ্ধের ৬০০তম দিন

June 3, 2025

Arafat Mozumder

77
View

গত দোসরা জুন ২০২৫ সৌদির পররাষ্ট্রমন্ত্রী  অনেক শক্তিশালী বিবৃতি দিয়েছেন, তিনি বলেছেন “।আরব মন্ত্রীদের পশ্চিম তীর সফর আটকে দিয়ে চরমপন্থী আচরণ দেখিয়েছে ইসরায়েল”।  ধিক্কা জানাই এমন বিবৃতিকে। প্রকৃতপক্ষে ওরা পবিত্র ভুমি ফিলিস্তিনের জন্য কিছুই করার ক্ষমতা নেই, কারণ  ওরা শুধু ব্যস্ত রাজপরিবারের ক্ষমতা কুক্ষিগত রাখা নিয়ে। অথচ আমাদের মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়ে গেছেন, মুসলিম রাষ্ট্রে যেন খেলাফতন্ত্র জারি রাখে। তারই পরিপ্রেক্ষিতে হযরত আবু বকর রা. ওমর রা. ওসমান রা. আলী রা. নেতৃত্ব দিয়েছেন। ওনারা কেউ রাজতন্ত্র কায়েম করেন নাই।  যদি কোন কলাগাছ ও আমেরিকার প্রেসিডেন্ট হয়, ওরা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আমেরিকায়, কারণ কোন ভাবে যেন ক্ষমতায় হাত না পড়ে। আর ফিলিস্তিনের জন্য ওদের মনে হয় করার কিছু ই নাই৷  ৬০০দিন ধরে ফিলিস্তিনিরা নিজেদের ইমানের জোরে একাই যুদ্ধ করে যাচ্ছে।  এখন পর্যন্ত পৃথিবীর মহাশক্তিশালী দেশকে  সাথে নিয়ে ও সম্পূর্ণভাবে  ফিলিস্তিন দখল করতে পারে নাই ইসরায়েল। এ যেন এক মহাসত্য কুরআনের বাণী


" ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর আল্লাহর পথে নিহতদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝ না। তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়-ক্ষতি (এসবের) কোনকিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব, ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান কর"।

আল কুরআন, সুরা বাকার (১৫৩-১৬০)

Comments

    Please login to post comment. Login