আলো আর ছায়ার যুদ্ধের মাঝে জন্ম নেয় এক নতুন সত্য — ‘অন্ধআলো’।
একটা গল্প যেখানে আসুর আর দেবতার দ্বন্দ্ব চলে চিন্তার যুদ্ধে,
আর শিখানো হয় কিভাবে ভয়ের অন্ধকার কাটিয়ে, নিজের অন্তরের আলো খুঁজে পাওয়া যায়।
জীবনের আলো-ছায়ার মেলবন্ধন এই গল্পটি বদলে দিতে পারে তোমার চিন্তাধারা।”