Posts

গল্প

শিকারি কুকুর

June 3, 2025

Ram Dhali

59
View

একজন শিকারির একটি শিকারি কুকুর ছিল। ঐ ব্যক্তি শিকারে গেলে কুকুরটা শিকারকে ছুটে গিয়ে ধরে শিকারির সুবিধা করে দিত। কুকুরটির সামনে থেকে কোনো শিকার পালাতে পারে না। কিন্তু,ক্রমে সে বৃদ্ধ হল। তার দেহের শক্তি কমে যেতে লাগলো। সেই সময় একদিন ঐ ব্যক্তি শিকারে বেরিয়ে একটি শুকরের দেখা পেল। তিনি তার পোষা কুকূরটিকে শুকরটি ধরার জন্য ইশারা করলেন। কুকুরটি ছুটল এবং ধরেও ফেললো। কিন্তু, আগের মতো দাঁতের জোর না থাকায় তাকে ঘায়েল করে ধরে রাখতে পারলো না। শুকরটি পালালো। কুকুরটির মনিব এর জন্য তাকে অনেক প্রহার করতে থাকলে "কুকুরটি বললো প্রভু"! যতদিন আমার দেহে শক্তি ছিলো ততদিন। আমি আপনার কত উপকার করেছি সেটা ভেবে দেখুন। এখন আমি বুড়ো হয়ে গেছি। সেই শক্তি নেই, তাই বলে আমায় মারা উচিত নয়।


নীতিঃ "যতক্ষণ কাজ করবে, ততক্ষণ আদর পাবে" ।

Comments

    Please login to post comment. Login

  • Ram Dhali 6 months ago

    গল্প পড়ে যদি ভালো লাগে, তাইলে কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো আপনাদের জন্য।