বহুদিন ধরে কলমে কথা নেই,
শব্দগুলো ঘুমায়, ভাবেরা নিরব,
আজ তার কাছে ফিরে যেতে চাই,
সাহিত্যের বুকের গভীরে ডুব দিতে চাই।
আমি ভালো নেই, জানো কি?
আমার ভিতর ঝড় বয়ে যায়,
হারানো সেই আমায় ডাকে,
যে আমায় হাসত রাত্রির ছায়ায়।
সেই অট্ট হাসি, সেই মুচকি মুখ,
কলাবাগানের সরু পথে হাঁটার সুখ,
রাত্রির তারাদের সঙ্গে হাত মিলিয়ে,
অশান্ত বাতাসকে ভালোবাসার ভয়েস শোনায়।
দিনের আলো আর কিচিরমিচির গান,
আমার রুদ্র দুপুরের নিস্তব্ধ প্রাণ,
সব হারিয়ে গেছে কোথাও ভোরের ছায়ায়,
আমি কি সেই রৌদ্রময়ী, কি সেইই আমি?
ছায়ালতা হয়ে কুঞ্জময়ীতে বদলে যাই,
হারানো নিজেকে খুঁজতে এসেছি ফিরে আজ,
শুধু কলম হাতে নিয়ে বলতে চাই—
আমি সেই আমি, ফিরে পেতে চাই।