এমন মহুয়া বাতাসে বিলাপ কেন সবুজ সন্ধ্যায়?
যখন রক্তের দিন চলে যায়
মায়ের গন্ধ ধরে ধরে
চেতনা সাঁতরাই
দুর্দিনের নোহার নৌকায়
মহাপ্লাবনের সমস্ত ধ্বনি
ভুলে যাই
ছুঁয়ে দিলে
শুকনা ডাঙায়।
নিজস্ব নৌকায় তাই
পৌঁছুতে চাই
রক্তগঙ্গায়।
সাহেলের ট্রাইবাল কুয়া
আর অ্যাজোরেসের সমস্ত প্রাচীন জলাধার
আমার হাতে ছেড়ে দাও
দেখে যাও কে তার অস্থিমালায়
ভয়ের,আগুনের,যন্ত্রণার,পাপের
যে সংকেত সবাই ভুলে যেতে চায়
তারে জমা রাখে কার ভরসায়?
সময়ের আড়তে
লুঙ্গি ল্যাংটি দিয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি
আস্থা রেখে দেখে কার অবহেলার ভুঁড়ি
চোখের অসুখ আজ সবাই এড়ায়?
ক্যানাল ক্যানাল খুড়ি
সুয়েজ ক্যানাল
মূলত এ যখন বিস্মৃতির কাল
যখন শিরনি পেয়ে আন্ধা ফকির
কাকের গু ভরা কাঁধে ভুলে যায়
ক্রমশ অনাহার
যখন নিয়মের গোলাম
বিধিবদ্ধ কর্মচারী
অপদস্থের পর
নিজস্ব পতন অভিমুখে ভুলে যায়
নির্ঘুম রাত
তখনই হাতে আগুন ধরে
সময়ের দিক পালটানো যাক
কেননা নিয়তির যতি নয়
বিধির লিখন।
প্রথম জন্মের আদি উত্তপ্ত ভুবন
সেই ভুবনের কাল থেকে
পেতে আছি যে বুক
কেউ বুঝুক এই বুক
পৃথিবীর সুখীতম কার্নিভ্যালের নয়
বিশ্বাসঘাতক না হয়েও
মানুষের প্রথম ভাঙ্গনের কাল থেকে
হাবিয়ার সর্বশেষ স্তরে
পুড়ছে যে নির্দোষ হার্মাদ
তার আগুন সত্য
মিথ্যা তার আকালের আশ্বাস।
অতএব দেখে যাও
সভ্যতার সকল মহৎ নির্মাতাদের
কবরে প্রতি সন্ধ্যায় মহুয়া বাতাসে
কেবল এই অদৃশ্য এপিটাফেরই পুনর্জন্ম
হতে দেখা যায়- আরো অধিকতর আগুন ব্যতীত
ততোধিক সব নক্ষত্রের আজ পর্যন্ত জন্ম হয়নাই।