এসেছো একা যাবে একা
কেন এতো মিছেমায়া
এতো শত ছলনা।
শূন্যহাতে এসে, যাচ্ছে
কি কেউ দৌলত নিয়ে।
সরলতাকে চূর্ন করে
কেন হাঁটো দম্ভ ভরে
এইতো জীবন, কতক্ষণ?
আযান দিয়ে শুরু যার
নামজ দিয়ে শেষ।
তুমি আমি পাশাপাশি
কথা হয় না দু চারটি
কেন এতো অহংকার
শুধুই শুধুই বিভেদের ডাক।
আমার শ্বাস প্রস্সাস বিনে পয়সার
তোমারটা কি হাজার টাকার?
জন্ম আমার মায়ের জঠরে
বেড়ে উঠা তাঁরই দুধ পান করে
তোমারও কি এমনি নয়!
নাকি অন্যভাবে।
সাড়ে তিন হাত মাটির ঘরে
যাবো সবাই মৃত্যুর পরে
কেন করো ভেদাভেদ
কেন হাঁটো দম্ভ ভরে
এইতো জীবন, কতক্ষণ
আযান দিয়ে যার শুরু
নামাজ দিয়ে শেষ।
...........ধন্যবাদ.......