অবুঝ মন চায় রঙিন পাখির ডানায়,
উড়ে যেতে দূর অজানার ছায়ায়।
নদীর কূল ছুঁয়ে, পাহাড়ের চূড়ায়,
রূপকথার দেশে স্বপ্নের গায়ে।
চায় সে ফুল হতে শিশিরের বুকে,
ছোট্ট কোনো গল্পে হারিয়ে সুখে।
তারে ছুঁতে চায় সে নিঃশব্দ রাতে,
মেঘে চিঠি লিখে চাঁদের সাথে।
চায় সে বৃষ্টি হোক নীল এক গান,
যেখানে কষ্ট গলে মুছে যায় প্রাণ।
এক ফোঁটা হাসি, এক ফোঁটা ব্যথা,
তবুও সে ভাবে — "এ তো স্রেফ পথটা!"
অবুঝ মন জানে না সময়ের ব্যথা,
চায় শুধু ভালবাসা আর একটু কথা।
হঠাৎ করে জেগে ওঠা চাওয়াগুলো,
অমলিন থেকে যায় হৃদয়ের ভুলু।