এখন আমরা ষড়যন্ত্রে ব্যস্ত,
অস্থির অরাজকতা মহামারী আকারে ঘিরে আছে।
আমাদের কণ্ঠ ছুরির মতো, শব্দই আমাদের অস্ত্র—
নিষ্ঠুর পরিকল্পনা খোদাই করে চলি।
যার প্রতিধ্বনি ঘুরে ফিরে আসে চক্রান্তের আভাস হয়ে।
কথাগুলো ঘোরের মাঝে ফুটে থাকে দুঃস্বপ্নের মতো।
দাগ দিয়ে অলংকৃত, দগদগে ক্ষতের মতো
এখানে জন্ম নিচ্ছে ঘৃণার এক নতুন রাজত্ব।
