পোস্টস

কবিতা

আমিরুল ইসলাম আমির এর কবিতা (প্রিমিয়াম)

২৪ মে ২০২৪

আমিরুল ইসলাম আমির

চলো প্রকৃতির কাছে যাই

মানুষ মুঠোফোনের পর্দায় সঁপে দিয়েছে জীবন
সকাল, দুপুর, সন্ধ্যা ঐ দিকে নিবদ্ধ দৃষ্টি
দেয়াল ঘড়ি ও দিনপঞ্জিকার প্রয়োজন ফুরিয়েছে
ক্যামেরা, প্রেক্ষাগৃহ, লাইব্রেরি সবই হাতের মুঠোয়
বিনোদন, জ্ঞান, যোগাযোগ হয়েছে তালুবন্দী
গৃহকোণে বসে মানুষ খোঁজে বিশ্ব জয়ের পুলক
এ বড় শুভ লক্ষণ নয়— কক্ষপথের বাইরে ছিটকে পড়া
যেখানে শৈশবের দুরন্তপনা নাই, কৈশোর গৃহবন্দী
মানসিকতা ও মানবিকতার বিকাশ সুদূর পরাহত
প্রযুক্তি ও বিজ্ঞান স্বস্তির আড়ালে বানায় নপুংসক প্রাণ
কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হয়ে পড়ছি জিম্মি।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।