Posts

কবিতা

কবিতা: সন্ধ্যা নদীর তীর

June 5, 2025

Md Neamatullah

125
View

সন্ধ্যা নদীর তীর 
- মুহাম্মদ নেয়ামতুল্লাহ

 সন্ধ্যা নদীর তীর 
বিকালের আড্ডায় জমতো আমাদের ভীড়।

আবির, হাফিজ,  সোহেল, সিয়াম 
ছিলাম কতজন,
কর্ম ব্যস্ততায় হারিয়ে গেছি আমরা প্রতিজন।

নদী ভেঙ্গে হয়েছে বড় 
আমরা এখন সেখানে হইনা আর জড়।

গ্রাম ছেড়ে পাড়ি জমিয়েছি ইট পাথরের শহরে 
পাল তোলা নৌকা চলতো বহরে বহরে।

নদী ভেঙ্গে বড় হ'য়েছে কয়েক কিলো 
নদীর পারে ছোট্টবেলার বহুত স্মৃতি ছিলো।  

ভাগ্য পরিবর্তনে সেই যে সবাই ছেড়েছি ঘর-বাড়ি 
তারপরে আর নদীর পাড়ে  আড্ডায় ফিরিনি।


অতিথি হয়ে মাঝে মাঝে নিজ গ্রামে  আসি 
আজোও সেই সন্ধ্যা নদীর কে বহুত ভালোবাসি।


নদীর কথা মনে পড়ে 
আজ আমরা সবাই বহু দূরে

Comments

    Please login to post comment. Login