Posts

ফিকশন

তোমার কি ক্ষতি

June 5, 2025

Yousuf Asfik

Original Author তোমার তো কোনো ক্ষতি নেই। তুমি থাকবে বেশ ভালো

95
View

তোমাকে হারিয়ে আমি হয়তো ভেঙে পড়ব, কিন্তু তোমার খুব আহামরি ক্ষতি হবে না, তুমি চাঁদ, তোমার চারপাশে থাকবে হাজারো তারার মতো মানুষ, যারা তোমায় ভালোবাসবে, প্রশংসা করবে, খুশি রাখার চেষ্টা করবে। কিন্তু জানো? তাদের ভালোবাসার মাঝে থাকবে না আমার মতো কষ্টের সাথে মিশে থাকা নিঃস্বার্থ ভালোবাসা। আমি ভালোবেসেছিলাম নিঃশর্তভাবে, এমনভাবে যে তুমি কাঁদলেও আমার বুক ভিজেতো, তুমি হাসলেও আমার হৃদয়ে আলো ফুটত। আমি ছিলাম সেই মানুষ, যে নিজের যন্ত্রনর ভেতর থেকেও তোমার জন্য শান্তি খুঁজে আনত। আমি চাইনি কিছু, শুধু তোমার একটুখানি উপস্থিতি, একটুখানি ভালোবাসা। তাই মনে রেখো, যতই কেউ তোমার দিকে তাকাক মোহিত চোখে, আমার মতো গভীর চোখে আর কেউ কখনও তাকাবে না। কারণ আমি শুধু ভালোবাসিনি, তোমায় হৃদয়ে গেঁথে নিয়েছিলাম চিরদিনের জন্য।🫠🫀

Comments

    Please login to post comment. Login