Posts

নিউজ

ফিকশন ফ্যাক্টরিতে আসছে রুনা লায়লার জীবন নিয়ে লেখা উপন্যাস 'মায়ার সিংহাসন'

June 5, 2025

নিউজ ফ্যাক্টরি

157
View

এবারের ঈদের ছুটিতে পাঠকেরা কিংবদন্তী সঙ্গীত শিল্পী রুনা লায়লার জীবন নিয়ে লেখা একটি উপন্যাস ফিকশন ফ্যাক্টরিতে পড়তে পারবেন। 'মায়ার সিংহাসন' নামের ধারাবাহিক এই উপন্যাসটি লিখেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির। বইটি ৭২ বছর বয়সী এই সুরসম্রাজ্ঞীকে উৎসর্গ করা হয়েছে। 

ফিকশন ফ্যাক্টরিতে দেওয়া একটি বার্তায় রুনা লায়লা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, 'আমি অত্যন্ত আনন্দিত যে আমার জন্য একটি বই লেখা হয়েছে। এটি আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমার মনে হয় মুক্তাদির সম্ভবত আমার অনেক বড় ভক্ত। সে আমার সব গান জানে, চেনে এবং খুঁজে খুঁজে বের করে। এটা ও আমাকে উৎসর্গ করেছে, আমার জন্য লিখেছে, আমাকে নিয়েই লিখেছে। আপনারা পড়বেন, আশা করি ভাল লাগবে।'   

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মুক্তাদিরের জন্ম ১৯৯০ সালে, সিরাজগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে এখন শিক্ষকতা করছেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে। তিনি ২০১০ সালে দৈনিক সংবাদের সাহিত্য পাতায় ছোটগল্প ও কবিতা প্রকাশের মাধ্যমে লেখালেখির জগতে আত্মপ্রকাশ করেছেন। তার প্রকাশিত বই 'দুনিয়া' ( গল্প, ২০২৩), 'গডেস অভ অ্যামনেশিয়া' (উপন্যাস, ২০২২), 'যুদ্ধ যুদ্ধ রুদ্ধ দিন' (কবিতা ২০২০), 'বছরের দীর্ঘতম রাত '( গল্প, ২০১৯), 'অন্য গাঙের গান, সমুদ্রসমান' ( কবিতা, ২০১৬)।   

Comments

    Please login to post comment. Login

  • miskatkhan 5 months ago

    অসাধারণ বোন আমার