অধ্যায় ১: মেঘলা সকাল
ছোট্ট এক গ্রামে থাকে নীলা, খুবই নরম স্বভাবের, লাজুক, আর গরীব পরিবারের মেয়ে। তার বাবা একজন রিকশাচালক, মা গৃহিণী। নীলা পড়াশোনায় ভীষণ ভালো। ওর স্বপ্ন—শহরে গিয়ে পড়াশোনা করে বড় কিছু হওয়া।
অন্যদিকে, শহরের এক প্রভাবশালী পরিবারের একমাত্র ছেলে—আরিহান। ধনী, স্টাইলিশ, কিন্তু রুড। সবার সাথে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে কথা বলে। তার ধারণা—সবকিছু টাকা দিয়ে কেনা যায়।
নীলা শহরে স্কলারশিপ নিয়ে পড়তে আসে। প্রথম দিনেই ইউনিভার্সিটির লাইব্রেরিতে তার দেখা হয় আরিহানের সাথে। কিন্তু এক ভুল বোঝাবুঝিতে আরিহান তাকে অপমান করে।
“তুমি লাইব্রেরিতে কাজ করতে এসেছো না কি পড়তে?” – ব্যঙ্গ করে প্রশ্ন করে সে।
নীলা চুপ থাকে, কিছু না বলে চলে যায়। কিন্তু চোখে জল জমে।
নীলা নিজের মনকে শক্ত করে। আরিহানের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়। ক্লাসে একের পর এক প্রজেক্টে সে সেরা হয়। শিক্ষকরা তার প্রশংসা করে।
আরিহানের নজরে আসতে থাকে সে। কিন্তু তার ইগো স্বীকার করতে দেয় না—সে মুগ্ধ।
একদিন হঠাৎ নীলা অসুস্থ হয়ে পড়ে। তার ফ্যামিলি শহরে নেই। ক্লাস টিচারের অনুরোধে আরিহান তাকে হাসপাতালে নিয়ে যায়। সেদিন প্রথম, আরিহান নীলার চোখে এক কোমলতা দেখে।
আরিহান বুঝতে শুরু করে—নীলা শুধু মেধাবী নয়, বরং একদম অন্যরকম।
পার্ট ২ পেতে অপেক্ষা করুন । ধন্যবাদ 🫶