মূল কবিতা:
গ্রীষ্ম এলেই গাছের ডালে,
সোনার মত ঝুলে আম।
রোদে পেকে হলুদ রঙে,
জ্বলে যেন সুখের জ্বালাম।
মধুর গন্ধ, রসে ভরা,
খাওয়ামাত্র মন হয় ভালো।
ভর্তা হোক বা জুসের বোতল,
সব রূপেই করে হালো।
নাক ডেকে বলে দাদি আম্মা,
"এই আমটা দে তো খেয়ে দেখি!"
মা বলে, "ঠান্ডা রেখে খাস,
না হলে সর্দি হবে বাকি!"
বাজার ভরে আমের ধুম,
হিমসাগর আর ল্যাংড়া রানি।
আমের দেশে জন্ম আমার,
তাই তো ভালোবাসা জানি!