কোনো ভালোবাসা পৃথিবীতে শেষ হয় না,,, শুধু একটা সময় এ বিচ্ছেদ হয় ,নয়তো আরও বেশি শক্ত হয়। এই নিয়মে ই চলে ভালোবাসার গতি………. কবিতায় তুমি খোঁজে পাবে এমন কিছুর নিঃশ্বাসে গোপনে কল্পনার ছোঁয়ায় কিছুও স্পর্শ বাণী যেমন “শেষ নয়, স্মৃতির পথে ভালোবাসা বেচে থাকে”।