Posts

পোস্ট

কাছে কিংবা দূরে

June 8, 2025

মহিউদ্দিন শাকিল

Original Author মহিউদ্দিন শাকিল

Translated by মহিউদ্দিন শাকিল

85
View

আত্মীয় বা শ্বশুরবাড়ি কাছে থাকলে বিশাল বড় সুযোগ সুবিধা থাকে। সে সুবিধা আসলে হিসাব করে শেষ করা যাবে না! এই যেমন মন চাইলো একটু চট করে ঘুরে আসলাম। আবার কোনকিছু আদানপ্রদানের ক্ষেত্রে তো কোন খরচই লাগে না! মন চাইলেই হেঁটে কিংবা দৌড়িয়ে যাওয়া আসা করা যায়। গাড়ি কিংবা যানজটের কোন ঝামেলাই থাকে  না। এ এক বিশাল বড় অভিজ্ঞতা যা বলে শেষ করবার মতনও নয়।

যাইহোক, আমার সবচেয়ে ভাল লাগে যে ব্যপারটা সেটি হচ্ছে এখানে ইচ্ছে হলে আপনি রাত্রেও চলাফেরা করতে পারবেন। আমরা সাধারণত জানি রাত্রে চলাফেরা করে নিশাচর প্রাণীরা। এই নিশাচর প্রাণীদের মধ্যে রয়েছে বাদুড়, পেঁচা, বিড়াল, খরগোশ, শেয়াল, হায়েনা ইত্যাদি ইত্যাদি।

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কাছে আত্মীয় বা শ্বশুরবাড়ি থাকার কারণে যেসব মানুষেরা দিনের বেলা সুযোগ থাকা সত্ত্বেও ঐ রাত্রের বেলাতেই কেন যাতায়াতের উত্তম সময় মনে করে সেটি আসলে আমার মাথায় আসে না। রাত্রে যাবার সুবিধা আবার দিনে গেলে কেন অসুবিধা এটার ব্যপারেও আমি কিছুটা সন্দিহান!  

যাইহোক, আপনাদের মাথায় কোন কারণ খুঁজে পেলে একটু জানাবেন। আমি আবার কিছুটা অবুঝ তো, খানিকটা আবার বোকাও- এজন্য হয়তোবা এসব বিষয় মাথায় কিছুই ঢুকে না! 🙂

Comments