- তোমার চোখে আমি দেখি,
এক আকাশ নীল।
তোমার নামেই রাত্রি জাগে,
তোমায় নিয়েই স্বপ্ন লাগে।
তোমার নামেই লিখি আমি,
ভালোবাসার গান।
তোমার চোখের চাহনিতে
ভালোবাসা খেলে সারাদিন জুড়ে।
তুমি যেন প্রিয় গানের সুর,
বাজে আমার হৃদয় জুড়ে।
এক আকাশ নীল।
তোমার নামেই রাত্রি জাগে,
তোমায় নিয়েই স্বপ্ন লাগে।
তোমার নামেই লিখি আমি,
ভালোবাসার গান।
তোমার চোখের চাহনিতে
ভালোবাসা খেলে সারাদিন জুড়ে।
তুমি যেন প্রিয় গানের সুর,
বাজে আমার হৃদয় জুড়ে।