Posts

কবিতা

আল্লাহ – রহমতের আলো

June 9, 2025

Fijon Qurayish

148
View

কবিতা:
আল্লাহ তুমি করুণার সাগর,
তোমার নামেই জেগে উঠে ভোর।
দুঃখে-কষ্টে, সুখে-স্মরণে,
তুমি আছো মনের গহীনে।

চাঁদ-সূর্য তোমার ইশারায় চলে,
তুমি ছাড়া কে রাখে কূল ভেসে জলে?
তুমি দিলে জীবন, তুমি দিলে পথ,
তোমার রহমতে কাটে শত দুঃখ-ব্যথা রথ।

তুমি ছাড়া নেই কোনো আশ্রয়,
প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম রয়।
আল্লাহ, তুমি শান্তির প্রতীক,
তোমার স্নেহেই হোক জীবন সঠিক।

Comments

    Please login to post comment. Login