Posts

গল্প

আলো ও ধোঁয়া: দারওয়ানের ছেলে ও ব্যবসায়ীর ছেলে

June 9, 2025

Fijon Qurayish

Original Author ফিজন কোরাইশ

64
View

পর্ব ১: শৈশবের ছায়া

মফস্বলের এক শহর। একপাশে জুমার দিনে মসজিদ কাঁপানো খুতবা দেন মাওলানা হাফিজ ইমরান। তাঁর ছেলে রায়হান ছোটবেলা থেকেই ধর্মভীরু, বিনয়ী। তার স্বপ্ন: বড় হয়ে বাবার মতোই দাওয়াতি কাজ করবে।

অন্যদিকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হাজী তামীমের ছেলে জুবায়ের—চমৎকার পোশাক, দামি মোবাইল, গাড়ি-ভ্রমণে অভ্যস্ত। সে রায়হানের বন্ধু, তবে চিন্তায়-পথে আলাদা।

রায়হান শেখে কুরআন, হাদীস। জুবায়ের শেখে পুঁজিবাদ, প্রতিযোগিতা।
তবুও, তাদের বন্ধুত্ব অটুট, স্কুলজীবনে সবসময় একসঙ্গে থাকতো।

Comments

    Please login to post comment. Login