পর্ব ২: পথ বিভাজন
বিশ্ববিদ্যালয়ে উঠতেই জীবনের রাস্তা বদলে যেতে শুরু করল।
রায়হান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উসুল-উল-ফিকহ পড়তে লাগল।
আর জুবায়ের ঢুকে পড়ল কর্পোরেট দুনিয়ায়, নিজের স্টার্টআপ খুলল, "Z-Tech"।
রায়হান তার দাওয়াতি জীবন শুরু করল—রাস্তার ছেলেদের কুরআন শেখানো, মাদক ছাড়তে উৎসাহ দেওয়া, ইসলামিক সেমিনার আয়োজন।
অন্যদিকে জুবায়ের ব্যস্ত হয়ে পড়ল ব্যবসার প্রতিযোগিতায়—লোভ, প্রতারণা, বিলাসিতার মাঝে ডুবে গেল।
একদিন দেখা হলো দুজনের।
জুবায়ের হাসতে হাসতে বলল, "বন্ধু, এসব ধর্ম দিয়ে কি হয়? দেখো আমি কীভাবে উড়ছি!"
রায়হান উত্তর দিলো, "আল্লাহর পথে হাঁটার যে শান্তি, তা টাকায় মেলে না, ভাই।"