পর্ব ৩: আত্মার জাগরণ
সময় গড়ালো। হঠাৎ একদিন জুবায়েরের কোম্পানিতে বিশাল ক্ষতি।
প্রতারণার মামলায় গ্রেফতার, মানুষ দূরে সরতে লাগল।
এক রাতে সে একা এক ঘরে বসে কাঁদল। ফোন করল রায়হানকে।
রায়হান কোনো অভিযোগ না করে বলল,
"তুমি এখনো আমার ভাই। আল্লাহর দরবারে ফিরে আসো, তাঁর দরজা কখনো বন্ধ না।"
রায়হান জুবায়েরকে নামাজে ফেরালো, কুরআনে যুক্ত করল।
জুবায়ের আস্তে আস্তে বদলাতে লাগল, মাফ চাইল সবার কাছে।
শেষ দৃশ্যে দেখা গেল দুই বন্ধু—একসঙ্গে একটি ইসলামিক যুব সংগঠন চালাচ্ছে।
রায়হান বক্তৃতা করছে, আর জুবায়ের প্রযুক্তি দিয়ে দাওয়াত ছড়িয়ে দিচ্ছে।
📘 শেষ কথা:
এই গল্পটি শেখায়, জীবনের রাস্তা দুইটা হলেও, ফিরে আসার রাস্তা একটাই—আল্লাহর পথ। যার পাশে থাকে একজন নেক বন্ধু, তার জীবন ধ্বংস হয় না।