Posts

গল্প

বাবু আর বানরটি"

June 9, 2025

Dibbo Saha

114
View

একদিন বাবু নামের এক ছেলে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ একটা ছোট বানরের সাথে দেখা পেল। বানরটা খুব চঞ্চল, চোখে চশমা, গলায় ছোট্ট একটা টুপি! দেখে বাবুর তো হাসি থামে না।

বানরটা হঠাৎ বলল,
— "ভাই, তোমার কাছে একটা কলা আছে?"

বাবু তো থ। একটা বানর কথা বলছে! সে চোখ কচলে দেখে, কান মলে দেখে, তাও বানরটা ওর সামনে দাঁড়িয়ে।

বাবু একটু সাহস করে বলল,
— "না ভাই, কলা নাই। তোমার টুপিটা কোথা থেকে পাইলা?"

বানরটা গম্ভীর গলায় বলল,
— "আমার বন্ধু বানর অ্যামাজন থেকে অর্ডার দিছে। এখন তো ডিজিটাল যুগ!"

বাবু তো অবাক! বানর কিনা অ্যামাজনে অর্ডার করে!

এরপর বানরটা বলল,
— "ভাই, আমাকে একটু তোমার মোবাইল দাও, আমি একটা সেলফি তুলবো।"

বাবু মোবাইল দিলে বানরটা এমন একটা পোজে সেলফি তুলল, দেখে মনে হয় সে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার!

তারপর সে মোবাইল ফেরত দিয়ে বলল,
— "ভাই, তুই ঠিকই ধরছিস, আমি সাধারণ বানর না। আমি ‘বানরগ্রাম’ এ ফেমাস!"

বাবু হেসে কুটি কুটি, বানরের ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে দেখে— সত্যিই! বানরের এক লক্ষ ফলোয়ার!

শেষমেশ, বাবু বাড়ি ফিরে মাকে বলল,
— "মা, আজ একটা বানরের সাথে দেখা হইছে, সে আমার চাইতে স্মার্ট!"

মা হাসতে হাসতে বলল,
— "তোর দোস্তেরা বলেই ঠিক, তুই দিন দিন পাগল হইতেছিস!"

Comments

    Please login to post comment. Login