Posts

গল্প

সে হয় তো আমাকে শুধু একটা সময় কাটানো জন্য পছন্দ করেছে

June 10, 2025

Yousuf Asfik

Original Author আমিই মূল লেখক

98
View

সময় টা ছিলো ২০২০ তখন পড়তাম দশম শ্রেণিতে সে থেকে তার সাথে দেখা। ওই খান থেকে তারসাথে আমার পরিচয় হয়। তার পর দশম শ্রেণির পরীক্ষা শেষে আর কোনো যোগাযোগ হয় না আমাদের। হঠাৎ একদিন এক অজানা আইডি থেকে মেসেজ আসে। কেমন আছো। আমি উওর দিলাম আলহামদুলিল্লাহ ভালো। কে আপনি ? সে তখন উত্তর না দিয়ে আমাকে নানান কথা বলতেছে।তখন আমার মনে হলো হয়তো আমার কোনো বন্ধু আমার সাথে মজা করতাছি। আমি তাকে ইগনোর করে নেট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নেট চালু করে দেখি তার মেসেজ  সকাল সকাল জিজ্ঞাস করছে ঘুম থেকে এত লেটে ওঠি কেন। আমি তাতে ও কোনো উত্তর দি নাই । এরপরে আমি কলেজে চলে যাই তার বাসার পাশে আমার কলেজ  আমরা সবাই মিলে কলেজের মাঠে বসে কথা বলতাছি ঠিক তখন  আমার ফোনে একটা ছবি আসে তার মধ্যে আমরা সবাই যে বসে আছি তা পুরোপুরি দেখা যাচ্ছে। আমি তখন আমরা বন্ধু দের বললাম যে আমাদের কলেজের সবচেয়ে কাছে কার বাসা তখন একজন বলল।  ততার কথা। তখন আমি আর কিছু বললাম না আমি আমাট মতো করে চলে যাই বাড়ি তে। তারপর অনেক দিন হলো কোনো মেসেজ আসে না আমি ও দি নাই কোনো মেসেজ। হঠাৎ আমার জন্মদিন এর দিন আমাকে শুভেচ্ছা জানায় আর বলে শুভ জন্মদিন  গলুমলু। তখন এই আমার মাথয়া আসে এই কথা তো শুধু  আমাদের কোচিং এ বলে আমাকে সবাই কারণ আমি একটু মোটা 😃

তারপর আমি তার আইডি আমার এক বন্ধু কে দেখাই এবং তাকে সব কিছু বলি। তখন সে বলে এটা আমাদের এ কোচিং এর একজন এর আইডি যার সাথে আমার কোনো আগে ফেজবুক এ এড হশ নাই। তারপর যখন পরিচয় হয় তখন থেকে কথা হয় আমাদের সবসময় বলে গেলে আমর সব সময় অনলাইনে  থাকি। এই রকম চলতে চলতে প্রায় ২বছর হয়ে যায় এর মধ্যে তার বাবা ও মারা যায়। এই থেকে তার পরিবর্তন শুরু হয় সে এই থেকে আমার সাথে কথা বলতে চায় না তখন আমি ভাবতাম বাবা মারা গেছে তাই একটু অন্য রকম হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আমার এই ধারণা পুরোপুরি ভূল ছিলো সে আমার সাথে কথা না বলে অন্য আরেক জন্য এর সাথে কথা বলতো  তএর পর হয়তো তার সাথে বন্ধুত্ব একটু বেশি ভালো হয় তখন সে আমাকে নানান ভাবে কথা শুনাতো আমি নাকি তাকে সময় দিতাম না। আমি নাকি তাকে আগের মতো মেসেজ দি না-ই। তারপর একটা সময় আমি আর তার এসব নাটক সহ্য করতে করতে বিরক্ত হয়ে পড়ি এবং সেও বলে দিছি আমি যেন তার সাথে কোনো যোগাযোগ না করি আমি বলে দিছিলাম আচ্ছা। করবো না 

কিন্তু সে যে আমার সাথে এমন করবো আমি কখনো ভাবতে পারতাম না তার কথা আমি আমার পরিবার কে ও বলছিলাম এরপর আর কি  তার সাথে আর কোনো যোগাযোগ  হহয় নাই আমার 

Comments

    Please login to post comment. Login