একজন কবিকে নিয়ে এসো—
যে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত,
উদাস পায়ে হেঁটে বেড়ায়
গ্রাম হতে শহরের প্রান্ত প্রান্তরে।
একেবারে একা, নিঃসঙ্গ,
যার হৃদয়ে শব্দের হাহাকার।
এমন একজন কবিকে
সত্যিই খুব প্রয়োজন।
যে বলবে আমাদের কথা,
ভেঙে দেবে নীরবতা।
প্রতিবাদের ভাষা লেপ্টে থাকে
দেয়ালের গায়ে, চিৎকার হয়ে।
খুঁজি সেই কবিকে, যে হবে
তারুণ্যের দিকপাল।
যার শব্দ চয়নে জ্বলবে বিদ্রোহ,
কলমে কাঁপবে শাসনব্যবস্থা।
রক্ত ছলকে উঠবে কথামালায়,
পংক্তিমালায় রাত কেটে হবে ভোর।
জানিও, সেই কবির ঠিকানা,
যার প্রতিটি বর্ণ সাহস হয়ে দাঁড়ায়।
আগুন লাগার আগেই
রুখে দিতে পারে নৈরাজ্য।
বারবার মনে করিয়ে দেবে—
তবুও, স্বাধীন থাকা শ্রেয়।
