-নিরুপমা,... গল্প শুনবেন?
-বলুন....
-তার আগে একটা প্রশ্ন করি আপনাকে.....বলুনতো সময় কি শুধু সামনের দিকেই বয়ে চলে? কখনো পিছনে ফিরে তাকায় না?
-তা জানিনে,,,তবে কোথাও শুনেছিলাম সময় একটা মাত্রাহীন চক্রের মতো, এর শুরু শেষ বা বয়ে চলা কিছুই নেই। যারা এই চক্রের ভেতরে থাকে তাদের কাছে মনে হয় সময় চলছে,এগোচ্ছে,,, যারা চক্রের ভেতর থেকে বেরিয়ে যায় তাদের কাছে সময়ের আদি-অন্ত সবকিছুই একটা স্থীর ছবির মতো, পুরাঘটিত বর্তমান।
-তাহলে কখনো যদি চক্র থেকে বের হওয়ার সুযোগ হয়, আমাদের এই পুরাঘটিত স্থীর ছবির সেসব অংশ কি আরেকবার ছুয়ে দেখার সৌভাগ্য হবে যেখানে সময়স্রোতে বয়ে চলা আমরা বারবার ফিরে তাকিয়েছি অথবা তাকানোর চেষ্টা করেছি, কখনো সুযোগ পেলেই কল্পনায় ছুটে গিয়েছি..?
- হতেও পারে, অথবা কে জানে আপনি / আমরা তখন আবার হয়তো নতুন কোনো চক্রে ফেসে যাব.....এই চক্রের কথা হয়তো সম্পূর্ণভাবে ভুলে যাব। গল্প শোনাবেন বলেছিলেন, বলুন....
- গল্প? তোলা থাকুক। সমস্ত চক্র পার করে অথবা চলতে চলতে নতুন কোনো চক্রে যদি আপনার আবার দেখা পাই সেদিন বলব।.......