Posts

কবিতা

বিয়ে আমি করবোই

June 11, 2025

মো. গোলাম কিবরিয়া

101
View

বিয়ে আমি করবো-ই
        পণ করছি আজ
মাকে বলেছি পাত্রি দেখ
         বানাও আংটি জলদি।

বাবা, আমার রাশভারী 
         হাঁকডাক বেশ তার
হাসতে তিনি জানেন না, তাই
         কথায় মধুর ছোঁয়া নাই
ভয়ে আমি দমবার নই
        বিয়ে আমি করবো-ই
        পণ করেছি তাই আজ।


বড় বোন খুশিতে 
     পাত্রি দেখে জোরেসোরে 
হেথায় সেথায় ঘটকালি করে
     দু চারটা দেখায় মোরে।

বড় ভাই চিন্তিত 
     কপালে ভাজ তাঁর 
ভাবীর সাথে গোপনে
     পরামর্শে দিন যায়।


মেঝভাই বোকাসোকা
      নেই কারো পাছে
সামনে আমার হাসি দিয়ে 
      সম্মতি দেয় নীরবে।


খালামনি ফুফুমনি সবাই জেনেছে তাই
      ফোন করে আমার বলে
পছন্দ থাকলে বলো, ভাই।

দাদু আমার ফোকলা দাঁতে
    পান চিবোয় রঙ্গিন ঠোঁটে 
আমায় দেখে হেঁসে বলে
    বিয়ে করবে বেশতো, দাদুভাই।


নানু আমার খোশমেজাজে 
      নাতি করবে বিয়ে
পাড়াপড়শি ডেকে বলে
     রাজকন্যা আনবে ঘরে।

Comments

    Please login to post comment. Login