নীরব সন্ধ্যার আকাশপানে,
তোমার চোখ দু'টি খুঁজি একটানে।
চাঁদের আলো ছুঁয়ে যায় হৃদয়,
তবু কেন মন রয় অচেনা কিঞ্চিৎ অস্থিরতায়?
পাতার ফাঁকে বাতাসের সুর,
তোমার কণ্ঠ যেন সেই দূর।
যে কথা বলি, মুখে নয়—
শুধু চোখের ভাষায় সব বলে যায়।
নদীর কূলে বয়ে চলে স্রোত,
আমার ভালবাসা, তোমায় খোঁজে প্রতিমুহূর্ত।
শুধু তুমি জানো না হয়তো—
এই হৃদয় বয়ে চলে কেবল তোমারই জন্য।
আকাশটা জেগে থাকে, চাঁদও হাসে,
আমি বসে থাকি, তোমার পথ চেয়ে আশে।
তুমি আসবে, এ বিশ্বাসে বাঁচি,
তোমায় ভালোবাসি — এতটাই নিঃশব্দ, এতটাই খাঁটি।