Posts

ভ্রমণ

ভালো থাকার ঔষধ

June 11, 2025

SHARKS FF

80
View

আমার সবচেয়ে ভালো বন্ধু—পাহাড়, সমুদ্র, ঝর্ণা আর লেক।
নিমেষেই আমার ক্লান্ত মনকে প্রশান্তি এনে দেয় এসব প্রকৃতির নিঃস্বার্থ উপহার। এদের মাঝে খুঁজে পাই এক অনন্য শান্তি, এক নিঃশব্দ সান্ত্বনা। পাহাড়ের বুক, সমুদ্রের ঢেউ, ঝর্ণার ধারা কিংবা হ্রদের নীরব জলরাশি—সবকিছুই হয়ে ওঠে একাকিত্বের সঙ্গী, অসময়ের নির্ভরতা।

উতলা মনকে শান্ত করতে কখনো কখনো দরকার হয় না কারো সঙ্গ, দরকার হয় শুধু প্রকৃতির কোলে কয়েকটা মুহূর্ত। তাই তো স্বপ্ন দেখি—নিজ দেশের প্রতিটি জেলায় নিজের পদচিহ্ন রাখার। এ যেন নিজের ভেতরকার সত্তাকে নতুন করে চিনে নেওয়ার চেষ্টা।

আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ রহমতে ক্ষুদ্র এই জীবনে এরই মধ্যে দেশের ১০টিরও বেশি জেলা ভ্রমণ করার সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ, বেঁচে থাকলে আমার পরবর্তী গন্তব্য—আপনার শহর। ঘুরে দেখব রবের অপরূপ সৃষ্টি, আর আপনাদের দেখাব সেই সৃষ্টির রঙিন ছোঁয়া।

দোয়া করবেন আমার জন্য।
আমি চাই—বড় ভাইদের কাছে স্নেহভাজন ছোট ভাই হয়ে থাকতে, আর বন্ধুদের মাঝে যেন হয়ে উঠতে পারি বন্ধুদের আড্ডার প্রিয়সঙ্গী ও বন্ধুদের আড্ডার নির্ভরযোগ্য সঙ্গী।

ভালো থাকবেন সবাই।
সবার জন্য রইল অন্তরের গভীর থেকে নিঃসৃত ভালোবাসা।

Comments

    Please login to post comment. Login

  • SHARKS FF 5 months ago

    যেটা সত্য, সেটাই আমার প্রকাশ