Posts

কবিতা

ইস্রাফিল আকন্দ রুদ্র'র দুটি কবিতা

June 11, 2025

Israfil Akond Rudro

110
View

জার্নি উইথ কবিয়াল

লাল পিঁপড়ার ধীরগতির আস্ফালনে মাছিরা ভনভন করে, কাঠের খাঁচা পাখি খুঁজে। পেঁজা তুলোর মত নরম আকাশ জলপাই বনে বাঘ শিকার করে। মুরোগ ফুলের গাছের মুরোদ হয় না ফুল ফুটানোর, ফুল ফুটে পাথরকুচির ডালে। দুর্বাঘাসে দুর্ভাগা লাউপাতারা বেড়ে উঠে। গলাকাটা মুরগি ঘাড় উঁচিয়ে দিকবিদিক নানানদিকের খাবার আনে, তা খেয়ে টালমাটাল হয়ে পড়ে দিন দুনিয়া। তেমনি তোমারে ভালবাসতে যেয়ে দুনিয়ারে হত্যা করে শেওলামাখা ইট হয়ে শুয়ে থাকি কবরখানার নীলাভ সবুজ কবরে। 

ভূগোলের ধারাপাত 

তোমারে নিয়া শঙ্কিত, প্র্যাকটিক্যাল সময় প্রকম্পিত। অপরাধ চিত্রায়িত করছো জীবনহানির জগত জুড়ে। শাদা মুকুটে কালো নিশানা লেপন করছো সমাজ ও সংস্কৃতির সর্বস্তরে। পরাজিত গানের লিরিক্স বাজছে সোনার মুখোশে। হম্বিতম্বি সাজঘরের পথ খুলেছে অনুকম্পাহীন বাহাদুরেরা। হলুদ গুঁড়া মেখে অনিদ্রার গায়ে হলুদ আয়োজন, তাতে উগ্র অ্যামেনিয়ার ঘ্রাণে ঘটে বিবেক ও বোধের বিস্তরণ।
 

Comments

    Please login to post comment. Login