
খোঁজ
সাদা চাদরের নিচে শুয়ে আছি, ঠান্ডা লাশঘরে,
কাঁচের ভেতর আলো জ্বলে-নেভে—
আমার শরীর এখন পরিসংখ্যান,
একটা সংখ্যা মাত্র,
একটা ফাইল নাম্বার,
একটা আনক্লেইমড বডি।
কেউ আসবে কি?
কেউ কি বলবে, "ও আমার"?
কেউ কি স্পর্শ করবে কপালে,
চোখ বুজিয়ে বলবে, "ও একান্তই আমার"?
আমি তো জানতাম,
একদিন নিখোঁজ হবো,
কিন্তু এতটা নিঃসঙ্গভাবে?
এতটা নিরব?
এতটা পরিত্যক্ত?
কেউ কি একবার এসে বলবে?
"ওর নাম ছিল, ওর গল্প ছিল"
প্লিজ, কেউ মর্গে এসে আমার খোঁজ করুন।