
বারুদের ঋতু
কাল থেকে ফুল আর না ফুটুক,
বারুদ ফুটুক, ধোঁয়ার গন্ধে ভরে উঠুক আকাশ।
জুতোর তলায় চাপা পড়বে বিস্ফোরণের ছাই।
কাল থেকে শুধু বারুদের ঋতু, আগুনের বসন্ত।

বারুদের ঋতু
কাল থেকে ফুল আর না ফুটুক,
বারুদ ফুটুক, ধোঁয়ার গন্ধে ভরে উঠুক আকাশ।
জুতোর তলায় চাপা পড়বে বিস্ফোরণের ছাই।
কাল থেকে শুধু বারুদের ঋতু, আগুনের বসন্ত।