পুকুর পাড়ের ছায়া:
আমাদের গ্রামের পাশেই একটা পুরোনো পুকুর ছিল। পুকুরটা ছিল বেশ গভীর আর তার চারপাশ ঘিরে ছিল ঘন বাঁশঝাড়। দিনের বেলাতেও সেখানে কেমন যেন একটা অন্ধকার আর নীরবতা লেগে থাকত। গ্রামের বুড়োরা বলতেন, বহু বছর আগে নাকি ওই পুকুরে ডুবে এক যুবতীর মৃত্যু হয়েছিল, আর সেই থেকেই তার আত্মা নাকি ওখানে ঘুরে বেড়ায়। বিশেষ করে রাতের বেলা পুকুর পাড়ে কেউ গেলে, তাকে নাকি দেখতে পাওয়া যায়।
আমি তখন কলেজে পড়ি। বিজ্ঞান নিয়ে পড়তাম, তাই ভূতের গল্পটল্পে তেমন বিশ্বাস ছিল না। একদিন বন্ধুদের সঙ্গে পুকুর পাড়ে আড্ডা দিতে গিয়েছিলাম সন্ধ্যায়। পূর্ণিমা রাত ছিল, চাঁদের আলো পুকুরের জলে চিকচিক করছিল। চারপাশটা বেশ শান্ত ছিল, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছিল।
আড্ডা যখন প্রায় শেষের দিকে, তখন হঠাৎ করে পুকুরের দিক থেকে একটা অস্পষ্ট কান্নার আওয়াজ ভেসে এলো। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কোনো শিয়াল কাঁদছে, কিন্তু আওয়াজটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। মনে হচ্ছিল যেন কোনো মেয়ে কাঁদছে, আর সেই কান্নাটা খুবই করুণ ছিল।
আমার এক বন্ধু, যে ভূতের গল্পে খুব বিশ্বাস করত, ভয়ে ফ্যাকাসে হয়ে বলল, "দেখেছিস? বলেছিলাম না!"
আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম। কান্নার আওয়াজটা তখনও ভেসে আসছিল। কৌতূহলবশত আমি পুকুরের দিকে এগিয়ে গেলাম। আমার বাকি বন্ধুরা আমাকে বারণ করলো, কিন্তু আমি শুনলাম না।
full গল্প:https://ojanapothe.blogspot.com/2025/06/blog-post_16.html