Posts

নিউজ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এলিফ শাফাক সহ ৩৮০ জন লেখক

June 12, 2025

নিউজ ফ্যাক্টরি

78
View

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে বসবাসকারী ৩৮০ জন লেখক। এদের মধ্যে এলিফ শাফাক, হানিফ কুরেশি, জাডি স্মিথ, উইলিয়াম ডালরিম্পল, জিনেট উইন্টারসন, আরভাইন ওয়েলশ, ইয়ান ম্যাকইওয়ান, রাসেল টি ডেভিস, ফ্রাঙ্ক কটরেল-বয়েস এবং জর্জ মনবিওটের মত লেখকেরাও রয়েছেন।  

তারা গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। পাশাপাশি নৃশংস এই যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 

চিঠিতে বলা হয়েছে, 'গাজায় যা ঘটছে তা বর্ণনা করার জন্য গণহত্যা বা গণহত্যার ঘটনা শব্দের ব্যবহার এখন আর আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বা মানবাধিকার সংস্থাগুলোর দ্বারা বিতর্কিত নয়।'  

প্রসঙ্গত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মত সংস্থাগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) দ্বারা পরিচালিত গণহত্যার কাজগুলোকে স্পষ্টভাবে চিহ্নিত করেছে।    

চিঠিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ইতামার বেন-গভির প্রকাশ্য বিবৃতির মাধ্যমে এই গণহত্যায় উস্কানি দিয়ে যাচ্ছেন। 

লেখকরা গাজায় জাতিসংঘের মাধ্যমে খাদ্য বিতরণের আহ্বান জানান। একইসঙ্গে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মি এবং  ইসরায়েলি কারাগারে নির্বিচারে আটক হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেছেন।     

ইসরায়েলি সরকার তাৎক্ষণিকভাবে এই যুদ্ধবিরতির আহ্বানে সাড়া না দিলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন প্রখ্যাত এই লেখকেরা। 

চিঠিটি শুরু হয়েছে ‘অ্যা স্টার সেইড ইয়েস্টারডে’ নামের একটি কবিতা দিয়ে। এটি ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বিমান হামলায় নিহত প্রয়াত ফিলিস্তিনি কবি হিবা আবু নাদার লেখা একটি কবিতা। এই কবিতাটিতে একটি মহাজাগতিক অভয়ারণ্যের কল্পনা করা হয়েছে। এতে ধ্বংসযজ্ঞের মাঝে আশ্রয় এবং নিরাপত্তার জন্য এক মর্মস্পর্শী আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।  

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেড় বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। 

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login