মাথায় একটা প্রশ্ন আসল জানিস?
কি?
নায়িকার চুল ছোট হলে হিন্দি সিনেমায় প্রেম দেখায় কিভাবে বল তো?
এই প্রশ্নটা কি এখনই জিজ্ঞেস করতে হল? বিরক্তির সাথে জামিন বলে, আমি জানি না। হিন্দি সিনেমার নায়িকাদের চুল কখনও ছোট হয় না।
আমার মত ছোট চুলের মেয়েদের প্রেমে কি তবে কেউ পড়ে না?
পড়ে হয়ত৷ তবে ওসব প্রেম খুব সাধারণ হয়। সিনেমার গল্প হতে হলে অসাধারণ হতে হয়।