Posts

পোস্ট

লাইফ স্টাইল

June 13, 2025

Rezwana Roji

157
View

যত্ন,,,,,
যত্ন খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এর পরিধি অনেক বড়, একটা মানুষের আচরণ ই যত্ন প্রকাশ পায়,যত্ন বোঝা যায় শব্দে বা নিরাবতায় ,যত্ন প্রকাশ পায় জরিয়ে ধরার ধরনে, সামনে বসে খাওয়ানোই, যত্ন প্রকাশ পায় একজন নির্বাক শ্রোতা হওয়ায়, যত্ন বোঝা যায় পরিবেশনে, জানেন তো পান্তা ভাত হোক বা বিরিয়ানি যত্ন কিন্তু পরিবেশনেই প্রকাশ পায়,,,
কাছের মানুষ গুলোকে ভালো রাখতে জীবনে যত্নশীল হওয়া ভীষণ প্রয়োজন, এবং এটা ভীষণ কঠিন কাজ ও বটে ,একজন যত্নশীল মানুষ হাসিমুখে সবকিছু মেনে নিতে পারে, একজন অপছন্দের মানুষের সাথেও সে হাসি মুখে কথা বলে, তাই বলে এটাকে ফেইক বলা যাবে না,কারন তারা ছোটবেলা থেকেই পারিবারিকভাবে এইটা শিখে এসেছে যে , তাদের ভালো আচরণ গুলো যেন কোন খারাপ অনুভূতির কাছে নষ্ট না হয়, তারা যেন যত্নে র এক চাদর দিয়ে ব্যথার সমুদ্র জয় করতে পারে, মানুষের এই একটা ভালো আচরণ ই একদিন সে সবার প্রিয় হয়ে ওঠে আর এই একটি আচরণ ই বলে দেয় তার পারিবারিক শিক্ষা, তার বেড়ে ওঠার জায়গাটি কতো সুন্দর ছিল.

Comments

    Please login to post comment. Login