কয়েক বছর আগে বাংলাদেশ টেলিভিশনে হুমায়ূন আহমেদের "বহুব্রীহি" নাটকটি আমরা পরিবারসমেত উপভোগ করতাম।
আমি লক্ষ্য করলাম, এই নাটকটি দেখার পর আমার বাংলা ভাষা সুন্দর করে বলার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। নাটকের অভিনেতাদের মত সুন্দর করে কথা বলার চেষ্টাও করতাম।র
কোরেন্টাইনের সুবাদে অফুরন্ত বন্ধ পেয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বেশ কিছু উপন্যাস পড়ি। তার লেখার অপরূপ ভঙ্গি পাঠক হৃদয়ে জায়গা করেই নেয়। কথাবার্তা থেকে শুরু করে লেখার ভেতরও কাব্যিক একটা ভাব চলে আসল।