আমি আছি, আমি হারায় নি, অনেকের সাথে দূরত্ব বাড়ছে, গুরুত্ত কমেছে। ভাই বন্ধু না থাকাতে জীবন চলছে জীবনের মতো করে। কারো প্রতি অভিযোগ নেই, সবাই সবার মতো করে ভালো থাকুক, পাশে থাকা কুটি কয়েক মানুষ যারা এখন সঙ্গ দিচ্ছে নিজের সর্বোচ্চ দিয়ে আমৃত্যু তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।