আমার নাম সুমন আজকে থেকে দু বছর আগে যাই চলুন….. উফ কি গরম জীবনটা বেদনা প্রতিবারের মতোই আমি গেলাম আমার ক্লাসে কিন্তু আজ একটু ভিন্ন নতুন মেয়ে এসেছে নাম অদিথি নামটা সুন্দর না প্রথমবার দেখে আমার বুকের বা পাশে যেন কেমন করে উঠেছে ভাবছি কি বলবো কেমন যেন লাগছে ঘুমাতে পারছি না হয়তো এটাই প্রেম আমি সাহস করে বলতে পারছিনা যে আমি তোমাকে ভালোবাসি না সময় এসে গেছে কিন্তু তারপরেও বলতে পারলাম না আমরা খুব ভালো বন্ধু হলাম হয়তো এটাই আমার জীবনের কাল ছিল গোলাপ ফুল নিয়ে গেলাম রেস্টুরেন্টে সে বলেছিল একটা কথা বলবে আমাকে আমিও বলেছিলাম যে একটা কথা বলব বললাম তুই আগে বল বলল আমার নতুন প্রেম হয়েছে ফুলটা দেওয়া হলো না আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট এটাই হয়তো থেকে যাবে অজানা ভালোবাসা চেয়েছিলাম ফুল দিতে ভাবছিলাম অনেক ভালো দিন কিন্তু সবচেয়ে খারাপ দিন এটাই
Comments
-
Sakib Aaryan Official 6 months ago
সবাই দেখুন পড়ুন