Posts

কবিতা

বিকেল বেলার ফুটবল

June 13, 2025

Zayan Abid

72
View

পশ্চিম আকাশ রাঙা সোনায়, মাঠ জুড়ে আলো ঢালে,
খোকারা সব লাঙল ফেলে ছুটে আসে খেলার পালায়।
নিচু পিচের মাঠটা যেন যুদ্ধক্ষেত্র তাজা,
জোড়া পায়ে বলটা নাচে, কে যে নেয় আজ বাজা?

পায়ে খেলা, চোখে আগুন, মুখে হাঁসির ঢেউ,
ধুলো উড়ে, চিৎকার ওঠে— "পাস দে ভাই, না ঠেলিস ঠেউ!"
লুঙ্গি, প্যান্টে যে যা পরে, কারও নেই কোনো ভাব,
সেই মাঠেই স্বপ্ন গড়ে—মেসি কি বা রোনালদো বাব!

বটগাছটা গোলপোস্ট, দুই ইটের ফাঁকেই দাগ,
যেই বল যায় ভিতর দিয়ে, বাজে সবার মাগ।
ছোট ভাইটার সেভ দেখে আজ পেছনে চায় চাওয়া,
বড়রাও ভাবে, "এই ছেলেটা একদিন কিছু হইয়া যাওয়া!"

সূর্য নামে, আলো ক্ষীণ, তবু খেলা থামে না,
মা ডাকেন—"আর কত খেলবি?" কিন্তু মন যায় না।
বিকেল বেলা, ধুলো মাখা, কাঁধে স্বপ্নের ঝাঁপি,
এই ফুটবলই বলে ওঠে—জীবন শুধু কাঁদা নয়, ছাপি।

Comments

    Please login to post comment. Login