ভালোবাসার শেষ পৃষ্ঠা
– Md Bagbul Mandal
রোদ ঝলমলে একটি বিকেল। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, পুরোনো এক লাইব্রেরির কোণায় বসে ছিল রাহুল। হাতে ধরা একটা হলুদ পাতার পুরোনো বই—মধ্যবয়সী এক প্রেমিকের লেখা, যার শেষ পৃষ্ঠাটি ছিল ছিঁড়ে ফেলা।
সে পাতাটাই যেন আজ খুঁজে বেড়াচ্ছে রাহুল।
বছর পাঁচেক আগে, এই একই লাইব্রেরিতে পরিচয় হয়েছিল মেয়েটার সাথে—নাম স্নেহা। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে দুজনের মধ্যে গড়ে ওঠে একটা সম্পর্ক। শুরুটা হয়েছিল সাহিত্যের ভাষায়, শেষটা... হয়তো কেবল নীরবতায়।
তারা দুজনই শব্দ ভালোবাসত, কিন্তু সময় কখনও ভালোবাসাকে শব্দে বেঁধে রাখতে পারে না। জীবনের নানা বাঁকে হারিয়ে যায় কিছু মানুষ, রেখে যায় শুধু কিছু পাতা—যা হয়তো কখনও খোলা হয় না আবার।
স্নেহা চলে গেছে। কে জানে কোথায়? রাহুল কখনো খুঁজেনি, আবার খুঁজতেও পারেনি। তার মনে হতো—ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে ছেড়ে দেওয়ার মাঝেও একটা সৌন্দর্য থাকে।
আজ, পাঁচ বছর পর, রাহুল যখন সেই পুরোনো বইটা আবার খুলে দেখছে, হঠাৎই বইয়ের ভিতর একটা চিঠি খুঁজে পেল। পাতলা, মলিন কাগজে লেখা কয়েকটি শব্দ:
“তুই না খুঁজলেও আমি ঠিক খুঁজেছি, রাহুল। কিন্তু ভালোবাসার শেষ পৃষ্ঠাটা আমি নিজেই ফেলে এসেছিলাম—যেন তোকে একটা অপূর্ণতা দিয়ে মনে রাখতে পারি। -স্নেহা”
রাহুল হেসে উঠল। কিছু অপূর্ণতাই তো চিরন্তন হয়।
সেই শেষ পৃষ্ঠাটাই আজ রাহুলের প্রিয় অধ্যায় হয়ে রইল।