মানুর প্রতিক্রিয়া ছিল মারাত্মক। সে যখন দেখল গার্ডদের মুখ সেলাই করা, হাতের পাঞ্জা নেই, তখন তার কষ্ট আর রাগের সম্মিলিত প্রতিক্রিয়া ছিল দেখার মতো। তার মস্তিষ্কও এসময় খুব জটিল আচরণ করেছে। এ বিষয়ে আরেকটু গবেষণার দরকার আছে।
ঠিক আছে মহামান্য কৃবুপ্র। আরও গবেষণা করা হবে। আমাদের হাতে তো আরও সাতদিন আছে।