নিশ্ছিদ্র কুয়াশায় ঢাকা চারদিক। প্রচণ্ড শীত যেন হাড়েও কাঁপন ধরিয়ে দিচ্ছে। পাড়ার মসজিদে মাত্রই শেষ হলো ফজরের আযান। বুড়ো জমির মুয়াজ্জিন ছাড়া মাঝির গোষ্ঠীর বাড়িতে হয়তো এখনো কেউ জাগেনি। সকাল বেলার পাখিদের কারো কারোর ডানায়ও যেন জমে রয়েছে আড়ষ্টতা। উফ এতো শীত! এতো কুয়াশা! কাঁথা মুড়িয়ে শুয়ে থাকা ছাড়া এমন শীতে বের হবে কে? কিন্তু সুফিয়ার ঘরের এমন হাউমাউ কান্নায় খুলে গেলো অনেকের ঘরের দরজা।
কী হলো?
This is a premium post.