Posts

নিউজ

উইমেন্স প্রাইজ ফর ফিকশন পেলেন ডাচ লেখক ইয়ায়েল ভ্যান ডের উডেন

June 14, 2025

নিউজ ফ্যাক্টরি

118
View

চলতি বছরের উইমেন্স প্রাইজ ফর ফিকশন অ্যাওয়ার্ড জিতলেন ডাচ লেখক ইয়ায়েল ভ্যান ডের উডেন। 'দ্য সেফকিপ' উপন্যাসের জন্য তিনি মর্যাদাবান এই সাহিত্য পুরস্কার পান। গত বছরের মে মাসে প্রকাশিত এই বইটি তার লেখা প্রথম উপন্যাস ছিল। 

১২ জুন লন্ডনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৩০তম উইমেন্স প্রাইজ ফর ফিকশন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়।পুরস্কার হিসেবে ৩৮ বছর বয়সী ডাচ এই লেখক পেলেন ৩০ হাজার পাউন্ড। পুরস্কারের অর্থের পাশাপাশি তিনি শিল্পী গ্রিজেল নিভেনের তৈরি ‘বেসি’ নামে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তিও পেয়েছেন।  

দ্য সেফকিপ উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ডাচ ইহুদিদের প্রতি কিরকম আচরণ করা হতো তার বর্ণনা রয়েছে।এছাড়া ১৯৬১ সালে নেদারল্যান্ডসের পটভূমিতে একটি রোমান্টিক এবং পারিবারিক কাহিনীও ফুটিয়ে তোলা হয়েছে। 

বিচারকরা বইটিকে ‘একটি আশ্চর্যজনক আত্মপ্রকাশ, ইতিহাস, সাসপেন্স এবং ঐতিহাসিক সত্যতার একটি দুর্দান্ত মিশ্রণ’ বলে অভিহিত করেছেন। 

উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ফিকশন ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি।১৯৯১ সালে বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় কোনো নারী লেখকের নাম না থাকায় অনেকে আপত্তি জানিয়েছিলেন।এরপর ১৯৯৬ সালে কেবল নারী লেখকদের জন্য এই পুরস্কারটি চালু করা হয়। 

সূত্র: দ্য গার্ডিয়ান

Comments

    Please login to post comment. Login