আমাকে তোমার থেকে বেশি কষ্ট আর কেউ দিতে পারেনি,
ঠিক যেভাবে তোমার থেকে বেশি ভালোও আর কেউ বাসতে পারেনি।
এটাই হয়তো নির্মম সত্য,
আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসবেন,
তার দেওয়া আঘাতেও আপনি ততো টাই বেশি কষ্ট পাবেন।
জীবনের কষ্ট গুলো যার সাথে ভাগ করে নেওয়ার কথা ছিল,
তার দেওয়া কষ্ট গুলোই সবথেকে বেশি ভেঙেচুরে দিয়ে গেলো।
77
View