পোস্টস

নন ফিকশন

সূত্রপাত (প্রিমিয়াম)

২৪ মে ২০২৪

রাজীব কুমার সাহা

বাংলা ভাষাভাষী সমাজে একটি বহুল ব্যবহৃত শব্দ হলো ‘সূত্রপাত’। আমাদের যাপিত জীবনে যে কোনো কিছুর শুরু হওয়া বা শুরু করা প্রসঙ্গে আমরা সূত্রপাত শব্দটি প্রয়োগ করি। পরিস্থিতির প্রসঙ্গ অনুসারে কোনো ঘটনার শুরু হওয়া বোঝাতে আমরা সূত্রপাত শব্দটির অবতারণা করি। কিন্তু সূত্রপাত শব্দের মূল অর্থটি কী? আমরা কি জানি, ‘সূত্র’ শব্দটি ‘পাত’ শব্দের সঙ্গে মিলে কীভাবে শুরু বা আরম্ভ হওয়ার অর্থটি পরিগ্রহ করলো। অথবা কোনো কিছু আরম্ভ হওয়া প্রসঙ্গে সূত্রের ভূমিকা কী? তবে চলুন আজ জানবো সূত্রপাত শব্দের প্রাসঙ্গিক যোগসূত্রসমূহ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।