সাহিত্যের নন্দনতত্ত্বে বর্ষা আর শ্রাবণ এক অবিনাশী ও অবিচ্ছেদ্য অংশ। যেখানে আছে প্রেম ও বিরহে উদযাপন, অর্চনা আর হারিয়ে ফেলা সুশোভন অতীতকে ফিরে পাবার আকুতি। এ কালের জলজটের বিড়ম্বনার দায় কিছুতেই বৃষ্টির নয়; দায় বেভুল মানুষের। আমাদের কণ্ঠে তাই শ্রাবণবর্ষণসঙ্গীতেরই স্বতঃস্ফূর্ত আরাধনা।