ভালোর লাইগা
স্কুল কামাই দিয়া ক্রিকেট খেলছিলো বইলা, রাতুলের বাপ ক্রিকেট ব্যাট দিয়া রাতুলের মাথায় একটা বারি দিলো।
সেই থাইক্কা রাতুল কানে শুনতে পায় না।
তহনও লোকজন কইলো, "বাপ মা যা করে, ভালোর লাইগাই করে। "
মহল্লার পোলারা ডিস্টার্ব করে দেইখা, নাদিরার বাপ কেলাস এইটে পড়া নাদিরারে বিয়া দিয়া দিলো এক মাতালের লগে।
নাদিরা একদিন বাপেরে কইলো, "আব্বা, তোমার জামাই নিত্যই মদ খাইয়া ঘরে আইয়া আমারে মারে।"
নাদিরার বাপ কইলো, " সহ্য কর মা। "
হেই মাতাল নাদিরার হাতের বালা বেচতে চাইছিলো মদ কেনার লাইগা। বালা দিতে চায় নাই বইলা নাদিরারে কেরোসিন দিয়া পুরাইয়া মারছে।
তহনও লোকজন কইলো, "বাপ মা যা করে, ভালোর লাইগাই করে। "
আমিও জানি তারা সব ভালোর লাইগাই করে, কিন্তু হেইডা কার ভালো??
সৌদামিনী (Afia Anjum Supti)
২৭ মে ২০২১
স্কুল কামাই দিয়া ক্রিকেট খেলছিলো বইলা, রাতুলের বাপ ক্রিকেট ব্যাট দিয়া রাতুলের মাথায় একটা বারি দিলো।
সেই থাইক্কা রাতুল কানে শুনতে পায় না।
তহনও লোকজন কইলো, "বাপ মা যা করে, ভালোর লাইগাই করে। "
মহল্লার পোলারা ডিস্টার্ব করে দেইখা, নাদিরার বাপ কেলাস এইটে পড়া নাদিরারে বিয়া দিয়া দিলো এক মাতালের লগে।
নাদিরা একদিন বাপেরে কইলো, "আব্বা, তোমার জামাই নিত্যই মদ খাইয়া ঘরে আইয়া আমারে মারে।"
নাদিরার বাপ কইলো, " সহ্য কর মা। "
হেই মাতাল নাদিরার হাতের বালা বেচতে চাইছিলো মদ কেনার লাইগা। বালা দিতে চায় নাই বইলা নাদিরারে কেরোসিন দিয়া পুরাইয়া মারছে।
তহনও লোকজন কইলো, "বাপ মা যা করে, ভালোর লাইগাই করে। "
আমিও জানি তারা সব ভালোর লাইগাই করে, কিন্তু হেইডা কার ভালো??
সৌদামিনী (Afia Anjum Supti)
২৭ মে ২০২১